সিনিয়র সহকারী সচিব পর্যায়ের নয় কর্মকর্তাকে বদলি, পদায়ন করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ইসির জনবল ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমানের সই করা প্রজ্ঞাপন ও অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।
নয় কর্মকর্তার মধ্যে তিনজনকে বদলি ও বাকিদের বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্র ও মাঠ পর্যায়ে রদবদল, বদলি অব্যাহত রেখেছে ইসি। এর আগেও বিভিন্ন পর্যায়ের শতাধিক কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

