বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২

দ. কোরিয়ায় ২৬৭ আরোহী নিয়ে দুর্ঘটনার কবলে ফেরি

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে ২৬৭ যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে ফেরি। দক্ষিণ কোরিয়া কোস্টগার্ড-এর সূত্রে জানা যায়, ১৯ নভেম্বর (বুধবার) যাত্রীদের উদ্ধারের জন্য টহল জাহাজ মোতায়েন করা হয়েছে।

রাজধানী সিউল থেকে ৩৬৬ কিলোমিটার দক্ষিণে জিওলা প্রদেশের সিনানের জাংসান দ্বীপের কাছে রাত ৮টা ১৭ মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে।

কোস্টগার্ড জানিয়েছে, ২৬ হাজার ৫৪৬ টনের ‘কুইন জেনুভিয়া’ জাহাজটি ২৪৬ যাত্রী এবং ২১ জন ক্রু নিয়ে জেজু দ্বীপ থেকে যাত্রা করার পর বন্দর নগরী মোকপোর দিকে যাচ্ছিল।

গ্রাউন্ডিংয়ের ধাক্কায় পাঁচজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোস্টগার্ড তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে টহল জাহাজ পাঠায়।

প্রেসিডেন্টের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুর্ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দ্রুত উদ্ধার তৎপরতার নির্দেশ দেন। লি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যে তারা যেন প্রাণহানি রোধে দ্রুত পদক্ষেপ নেন এবং উদ্ধার অভিযানের রিয়েল-টাইম আপডেট প্রকাশ করেন যাতে জনগণ আশ্বস্ত হতে পারে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় ফেরিতে যাত্রী ছাড়াও ১১৮টি যানবাহন ছিল। উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত এলাকার কাছে ২০১৪ সালে সিউল ফেরি ডুবে যায় এবং দুর্ঘটনায় ৩০০ জনেরও বেশি লোক নিহত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন