বুধবার । ১৯শে নভেম্বর, ২০২৫ । ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ খন্দকারকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১৯ নভেম্বর) কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লালন শেখ এবং সদস্য সচিব নিলয় হালদার (মস্তফা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কোটালীপাড়া উপজেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ খন্দকারকে বহিষ্কার করা হলো।

একই সঙ্গে উক্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ফিয়াদ ইসলামকে ৫ নম্বর রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হালদার (মস্তফা) বুধবার এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন