আয়ারল্যান্ডের বোলারদের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে মিরপুর টেস্টে প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুবার জীবন পেয়ে মুমিনুল তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক। অন্যপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। এই দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ।
সিলেটের পর মিরপুরেও হাসছে মুমিনুলের ব্যাট। তবে আজ কিছুটা ভাগ্যের ছোঁয়াও ছিল তার। ব্যক্তিগত ২৩ রানে একবার জীবন পান। এরপর ৪৯ রানেও আরও একবার জীবন পান এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৯২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি।
ভাগ্যের ছোঁয়া ছিল মুশফিকের ওপরও। ব্যক্তিগত ২২ রানে উইকেটরক্ষকের হাত ফসকে জীবন পান তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে চতুর্থ উইকেটে মুমিনুলের সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়েছেন মুশফিক। তাদের জুটির পঞ্চাশ রান আসে ১১৮ বলে।
৬০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান। মুমিনুল ১২১ বলে ৫৯ রানে এবং মুশফিক ১০১ বলে ৪২ রানে অপরাজিত আছেন।
খুলনা গেজেট/এনএম

