সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হোক: হাফিজুলের বাবা

গেজেট প্রতিবেদন

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত হাফিজুল শিকদারের বাবা আবু বকর সিদ্দিক দাবি করেছেন যে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণাই যথেষ্ট নয়; তাকে ভারত থেকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করতে হবে। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের কাছে এই কথা জানান।

তিনি বলেন, ‘আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার কষ্টের শেষ নেই। গত বছরের ২০ জুলাই বাড্ডা থানার পোস্ট অফিস মোড়ে আমার ছেলে নিহত হয়। আমি চাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে শাস্তি কার্যকর করা হোক, যাতে শহীদদের আত্মা শান্তি পায় এবং আমরা ন্যায়বিচার পাই।’

হাফিজুল ইসলামের বাবা আরও বলেন, ‘ছেলে হারানোর যন্ত্রণা যে কত গভীর, তা আমি ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন