বাংলাদেশি মাছ ধরার ট্রলার সমুদ্রসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করার অভিযোগে ২৬ জেলেকে আটক করেছে ভারতীয় বাহিনী। রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাতে ওই জেলেদের আটক করা হয়।
জানা যায়, ভারতের উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি জেলেদের ট্রলারটি দেখতে পাওয়ার সাথে সাথেই তারা কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রলারটির কাছে যায়। পরিদর্শন করার পর উপকূলরক্ষী বাহিনী জানতে পারে যে ট্রলারটি বাংলাদেশি জেলেদের। তারা তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয় এবং সেই রাতেই ২৬ জন জেলেকে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, একইভাবে শনিবার রাতে ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে।
প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সমুদ্রে মাছ ধরতে এসে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশি জেলেরা। তবে প্রকৃত কারণ খুঁজে বের করতে কাজ করছেন তদন্তকারী কর্মকর্তারা।
খুলনা গেজেট/এএজে

