সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

উপদেষ্টা রিজওয়ানার বাসার সামনে জোড়া ককটেল বিস্ফোরণ

গেজেট প্রতিবেদন

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর পুলিশের একাধিক টিম সেখানে গিয়েছে।রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ১২ মিনিটের দিকে রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে উপদেষ্টার বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ রাত ৯টা ১২ মিনিটের দিকে সেন্ট্রাল রোডে অবস্থিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে তারা পালিয়ে যায়। তবে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে নিউমার্কেট থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ঘটনা আমরা শুনেছি। ঘটনাস্থলে থানার পুলিশ সদস্যরা রয়েছেন। ওসিসহ আরও অনেক কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

খুলনা গেজট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন