শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে : ফখরুল

গেজেট প্রতিবেদন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমার দেশের স্বার্থ আমাকে দেখতে হবে। প্রতিটি দেশ তার স্বার্থ দেখবে। আমাদের দ্বায়িত্ব হবে যে সরকারই ক্ষমতাই আসুক। তারা জনগণকে সঙ্গে নিয়ে তাদের ন্যায্য দাবিগুলো আদায় করবে। তবে নির্বাচিত সরকার না থাকলে, সেই গুরুত্ব পাই না সেই শক্তিটা পাই না। অথবা হাসিনার মতো জোর করে ক্ষমতা দখল করে তাদের পক্ষেও কোনো দাবি আদায় সম্ভব হয় না। তাই আমরা আশা করি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয় নিঃসন্দেহে এগুলো সর্বোচ্চ গুরুত্ব পাবে।

শনিবার দুপুর পৌনে ১২টার দিকে ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পানির ন্যায্য হিস্যা আদায় ও সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেয়া হবে। বেশি গুরুত্ব দিতে চাই আমাদের উপর দাদাগিরি বন্ধ করা। ভারত আমাদের প্রতিবেশি দেশ ইচ্ছে করলেই সুসম্পর্ক রাখতে পারে। তারা (ভারত) স্বাধীনতার সময় আমাদের সহযোগিতা করেছে। এখন আরো বেশি সহযোগিতা করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিগত সরকারের সময়ে বাংলাদেশকে চাপে ফেলেছেন।

বাংলাদেশ মুলত একটি নদীমাত্রিক দেশ। তিনটি নদী প্রধান। পদ্মা, মেঘনা ও যমুনা। এই পদ্মার পানি আটকে দিয়ে মানুষের জীবন-জীবিকাকে বিনষ্ট করে দিচ্ছে। সে জন্যই এই পদ্মা বাঁচাও আন্দোলনের আয়োজন। আমরা মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করতে চাই, সচেতনতা সৃষ্টি করতে চাই। এই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো আছে। প্রকৃতির যে পরিবর্তন হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা যদি নদীগুলো বাঁচাতে না পারি। যদি পরিবশে রক্ষা করতে না পারি দেশ টিকিয়ে রাখা কঠিন হবে।

শনিবার দুপুর ২টায় জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিএনপির ‘পদ্মা বাঁচাও’ গণসমাবেশ শুরু হবে। এতেও যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন