শীতের মৌসুম চললেও কাঁচাবাজারের দর রয়েছে ঊর্ধ্বমুখী। বাড়তি রয়েছে আলু ও মাছের বাজার। তবে অপরিবর্তিত রয়েছে কাঁচাঝাল, পেঁয়াজ ও মাংসের বাজার। কমেছে ডিমের দাম। বিগত সপ্তাহের তুলনায় কিছু সবজির দর বেড়েছে। তবে অধিকাংশ সবজি গত সপ্তাহের দামে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলেছে, “যে পরিমাণে আমদানি হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। ক্রেতারা বলেছে, গত সপ্তাহে দাম সামান্য কম থাকলেও এ সপ্তাহে কম তো দূরের কথা, বরং কিছু সবজির দাম বৃদ্ধি পেয়েছে।”
গতকাল শুক্রবার নগরীর ময়লাপোতা ও নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে দামের এমন চিত্র দেখা গেছে। বাজারে প্রতিকেজি বেগুন ১২০ টাকা, বরবটি ৮০ টাকা, পাতাকপি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, ফুলকপি ১০০ টাকা, শিম ১২০ টাকা, উচ্ছে ১০০ টাকা, ওলকপি ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা, কুশি ৬০ টাকা, লাউ আকারভেদে ৪০-৫০ টাকা, ঢেড়শ ৮০ টাকা, ওল ১০০ টাকা, পালং শাক ৬০ টাকা, লাল শাক ৫০ টাকা, টমেটো ১৬০ টাকা, মিষ্টিকুমড়া ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা, প্রতি হালি কাঁচকলা ৪০ টাকা।
গত সপ্তাহের কেজি ২৫ টাকা কেজি দরের আলুর এ সপ্তাহে ৫ টাকা বেড়ে ৩০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা, রসুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজার রয়েছে বাড়তি। প্রতি কেজি চিংড়ি ৮৫০ টাকা, পার্সে সাড়ে ৫০০ টাকা থেকে এক হাজার ২০০ টাকা, গলদা চিংড়ি এক হাজার ৬০০ টাকা, বড় সাইজের কাতলা ৪০০ টাকা, গ্লাসকার্প ৪০০ টাকা, ভেটকি ৭৫০ টাকা, আকার ভেদে ইলিশ এক হাজার ৪০০ থেকে তিন হাজার টাকা, টেংরা মাছ ৫০০ থেকে এক হাজার টাকা, পাঙাস ২৪০ টাকা, তেলাপিয়া ২২০ টাকা, মাঝারি সাইজের বেলে ৭০০ টাকা।
প্রতি কেজি ব্রয়লার দাম ১৭০ টাকা, সোনালি ও কক ২৭০ টাকা। গত সপ্তাহ থেকে ২ টাকা কমে প্রতি হালি ডিম ৩৮-৪২ টাকায় বিক্রি হচ্ছে।
নিউ মার্কেট কাঁচাবাজারের বিক্রেতা বাদল বলেন, “বাজারে আমদানি কম। সবজি প্রয়োজনের চেয়ে অনেক কম। কিছু দিন আগেও আমদানি ভালো ছিল।”
এ বাজারের ক্রেতা মিজানুর রহমান। পেশায় ব্যবসায়ী। তিনি বলেন, “বাজার দর কম বেশি হচ্ছে। কখনও কম আবার কখনও বেশি। কষ্টে বাজার করার পর মাছ, মাংসের কথা মনে হলেই মাথা চক্কর দেয়।”
ময়লাপোতা বাজারে ব্যবসায়ীরা জানান, “মাছ ও সবজি যে পরিমাণ চাহিদা রয়েছে, সে পরিমাণ বাজারে আসছে না। আমদানি কমলে দাম বাড়ে, আমদানি বাড়লে দাম কমে।”
এ বাজারের ক্রেতা তুহিন বাউলিয়া বলেন, “শীতের মৌসুম চলে। এ সময় বাজার দর ক্রমান্বয়ে কম হওয়ার কথা। স্বল্প আয়ে বাজার করে সংসার চালাতে হিমশিম খেতে হয়।”
খুলনা গেজেট/এনএম

