রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
খালিশপুরে শ্রমিক দলের সমাবেশে মজিবর রহমান সরোয়ার

‘শ্রমিকরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সক্ষম’

গেজেট প্রতিবেদন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাবেক মেয়র এড. মজিবর রহমান সরোয়ার বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক দিন আমাদের দেখিয়েছে, শ্রমিকদের ঐক্য ও সংগ্রাম পরিবর্তন আনে। আজ আমরা সেই ঐতিহ্যকে মনে করি এবং প্রতিশ্রুতি দিই- শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে আমরা কখনও পিছিয়ে থাকব না।

শুক্রবার (১৪ নভেম্বর) খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শ্রমিকরা যদি ঐক্যবদ্ধ থাকে, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম। আমাদের দায়িত্ব হলো তাদের সংগঠন শক্তিশালী করা, তাদের কল্যাণে উদ্যোগী হওয়া এবং তাদের কষ্ট ও সমস্যার প্রতি সব সময় সংবেদনশীল থাকা।

অনুষ্ঠানে বিশেষ বক্তা বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারি ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয়, সংহতি ও সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকরা নিজ অধিকার অর্জন করতে পারে। বর্তমান পরিস্থিতিতে শ্রমিকরা নানা ধরনের সমস্যার মুখোমুখি: কম মজুরি, অস্থির কাজের পরিবেশ, নিরাপত্তাহীনতা। আমরা এ পরিস্থিতি বদলাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য ছাত্র-শ্রমিক ঐক্য অপরিহার্য। আমাদের লক্ষ্য একটি শক্তিশালী, নিরাপদ এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা, যাতে প্রতিটি শ্রমিকের দীন-দরিদ্র পরিবারও উন্নতির পথে এগোতে পারে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। এছাড়া কেন্দ্রীয় পাট শ্রমিক দলের সভাপতি সাঈদ আল নোমান এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, শ্রমিক দলের সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক মতিউর রহমান ফারাজী, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন শ্রমিক দল খালিশপুর শিল্পাঞ্চল কমিটির আহবায়ক আবু দাউদ দ্বীন মুহাম্মদ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আলমগীর তালুকদার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন