খুলনা-১ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল শুক্রবার (১৪ নভেম্বর) বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ও বালিয়াডাঙ্গা ইউনিয়নে গণসংযোগ করেছেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকোঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এছাড়া এলাকাবাসীর নিকট ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
দুপুরে আমিরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন শেখের কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সমবেদনা জ্ঞাপন করেন পাপুল। পরে ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ করেন তিনি। বিকালে বালিয়াডাঙ্গা ইউনিয়নের কয়েকটি গ্রামে গণসংযোগ শেষে ধাদুয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, এজাজুর রহমান শামীম, আব্দুস সাত্তার আকন, জাহিদ হোসেন রাজু, আনোয়ার হোসেন আনো, মাসুম বিল্লাহ, মো. জসিমউদদীন শেখ, মো. আসাদ মোল্লা, আসাবুর রহমান হাওলাদার, সেলিম রেজা হাওলাদার, আসাদ মোল্লা, শাহাবুদ্দিন, আজগর, বিরাজ গোলদার, এজাজ আকুঞ্জি, সোহেল, রিপন, সরোয়ার, জাহিদ তরু প্রমুখ।
খুলনা গেজেট/এএজে

