রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

বারবার ধোকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না : রেজাউল করীম

গেজেট প্রতিবেদন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বারবার আওয়ামী লীগ ও বিএনপি-জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। নতুনভাবে পুরনো ভুলকে নতুন আচ্ছাদনে দেখানোর দরকার নেই। যখন মুখে নতুন কথার আড়াল উঠবে, তখনই দেখা যাবে পুরনো ভুলের প্রভাব। বারবার ধোকা দিয়ে দেশকে সুন্দর করা যাবে না, চাঁদাবাজি বন্ধ হবে না, খুন-হত্যা বন্ধ হবে না, আর টাকা পাচার থামবে না।

শুক্রবার (১৪ নভেম্বর) ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার আয়োজনে সন্ধ্যায় শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ যদি সত্যিই সুন্দর করতে হয়, ইসলামকে রাষ্ট্রের ক্ষমতায় আনতে হবে। দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ ও খুনিদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে ইসলামী নীতি অনুসারে দেশ পরিচালনা করতে হবে।

রেজাউল করীম বলেন, বিদেশীদের দালালি এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রভাব থেকে আমাদের দেশকে মুক্ত রাখতে হবে। আমরা যেন কোনো জিঞ্জিরায় বন্দি না থাকি। ৫ আগস্টের পর এটি সম্ভব হয়েছে। জালেম, চাঁদাবাজ ও বিদেশের হস্তক্ষেপ থেকে আমাদের দেশকে মুক্ত করতে চাইলে দেশপ্রেমিক, ইসলামপ্রেমিক ও মানবতার পক্ষে যারা রয়েছেন তারা এক হয়ে ক্ষমতাবানদের দেশ থেকে উৎখাত করতে হবে।

তিনি বলেন, গত ৫৩ বছরে দেশ পরিচালনা করা দলগুলো বারবার দেশকে দুর্নীতির দিকে নিয়ে গেছে। বিএনপি ও আওয়ামী লীগ দুপক্ষই দুর্নীতিতে শীর্ষে রয়েছে। তারা হাজারো নিরপরাধ মানুষের জীবনকে বিপন্ন করেছে। দেশের টাকাগুলো বিদেশে পাচার করে তারা নিজস্ব সুবিধা করেছে। টাকা কামায় করি আমরা, টাকা পাচার করেছে তারা।

মুফতি রেজাউল করিম আরও উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত আমাদের কোনো এমপি সংসদে যায়নি। সুযোগ ছিল, কিন্তু আমরা এমপি-মন্ত্রী বা সম্পদের জন্য রাজনীতি করি না। আমাদের রাজনীতি আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য এবং ইবাদতের উদ্দেশ্যে।

জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মহাসচিব ইমতিয়াজ আলম, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী খালেদ সাইফুল্লাহ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ ইমরান হোসাইন নূর, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারী ও লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী মুহাম্মদ হেলাল উদ্দিন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন