বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

আলজেরিয়ার ৮ প্রদেশে ভয়াবহ দাবানল, পুড়ছে ২২টি বন

আন্তর্জাতিক ডেস্ক

আলজেরিয়ার আটটি প্রদেশে দাবানলে পুড়ছে ২২টি বন। সবচেয়ে ভয়াবহ আগুন জ্বলছে টিপাজা প্রদেশে। দাবানলের ভয়াবহতায় কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আলজেরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০ টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ২২টি অগ্নিকাণ্ডের ঘটনা রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ১১টি আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনী। বাকি ১১টি দাবানল সম্পূর্ণরূপে নিভে গেছে অথবা নিবিড় নজরদারিতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, দেশের পূর্ব, মধ্য এবং পশ্চিমে আটটি প্রদেশে আগুন লাগার খবর পাওয়া গেছে। এরমধ্যে টিপাজার পাহাড়ে আগুন সবচেয়ে তীব্র। আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন