রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি

গেজেট প্রতিবেদন

বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এই সনদে সই করেন তিনি।

তবে ছাত্র-জনতার পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল যে, রক্তের বিনিময়ে লেখা জুলাই সনদে যদি ফ্যাসিবাদী হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি সই করেন; তাহলে তা মেনে নেওয়া হবে না।

এর আগে গত ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদে বিএনপি ও জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল সই করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দলগুলোর প্রতিনিধিরা বহুল প্রত্যাশিত জুলাই সনদে সই করেন।

পরে জুলাই জাতীয় সনদে সই করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন