রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ১ ডিসেম্বর থেকে

গেজেট প্রতিবেদন

খুলনা জেলায় আগ্নেয়াস্ত্র লাইসেন্স ২০২৬ সালের জন্য বার্ষিক নবায়ন আগামী ০১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হবে। উক্ত লাইসেন্স এর জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করবেন।

পাইকগাছা উপজেলার লাইসেন্সধারীরা ১ ডিসেম্বর এবং কয়রা উপজেলার ২ ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত যথাক্রমে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় এবং কয়রা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

মেট্রোপলিটন থানা সোনাডাঙ্গা, হরিণটানা ও লবণচরা এলাকার নবায়ন ১ ও ২ ডিসেম্বর, খুলনা সদর ও খালিশপুর থানা এলাকার নবায়ন ৩ ও ৪ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান হাসান, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা এলাকার নবায়ন ৭ ও ৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি, রূপসা উপজেলা ৯ ডিসেম্বর, তেরখাদা উপজেলা ১০ ডিসেম্বর, দিঘলিয়া উপজেলা ১১ ডিসেম্বর ও ফুলতলা উপজেলা ১৪ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান আরিফ, ডুমুরিয়া উপজেলা ১৫ ডিসেম্বর, বটিয়াঘাটা উপজেলা ১৮ ডিসেম্বর এবং দাকোপ উপজেলার ২১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা রানী কুন্ডুর দপ্তর থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। ২২ ডিসেম্বর আর্থিক প্রতিষ্ঠান, ডিলার ও মেরামতকারী প্রতিষ্ঠানসমূহ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুস সাকিব এর নিকট থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন।

এছাড়া ২৩, ২৪, ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর নির্ধারিত তারিখে নবায়নে বাদ পড়া লাইসেন্সধারীগণ এবং খুলনা জেলায় বসবাসরত অন্য জেলা থেকে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীগণ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন এর নিকট থেকে লাইসেন্স নবায়ন করতে পারবেন। খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন