শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

থেমে থাকা ট্রেনে আগুন লাগিয়ে পালানোর সময় আটক ২

গেজেট প্রতিবেদন

দুর্বৃত্তরা রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের বাইরে থেমে থাকা একটি ট্রেনে আগুন দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই এ ঘটনা ঘটলো। বুধবার (১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ট্রেনের বগিতে আগুন লাগিয়ে পালালোর সময় দুজনকে আটক করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জয়নাল জানান, কয়েকজন যুবক তেজগাঁও স্টেশনে থাকা একটি পুরনো ট্রেনের বগিতে আগুন দেয়। তাৎক্ষণিকভাবে আগুন নেভানো হয়।এ সময় রেলওয়ে নিরাপত্তারক্ষীরা দুজনকে আটক করে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন