রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ

গেজেট প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (টিএসসি) এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায়। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসির দিকে এই ককটেল দুটি নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হঠাৎ বিকট শব্দে টিএসসি এলাকায় উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকেন। মুহূর্তেই চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর এলাকাজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে নিক্ষেপ করা টানা দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে পুরো উদ্যান ঘুটঘুটে অন্ধকার থাকায় ককটেল নিক্ষেপকারীদের কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি।

এ ঘটনায় উদ্যানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। তাদের অভিযোগ, রাতে উদ্যানের বেশিরভাগ অংশই অন্ধকার থাকে, সেখানে প্রহরীদের তৎপরতাও চোখে পড়ে না।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন