ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের সুরক্ষা বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন ও সক্ষম করে তুলতে খুলনায় ‘ডিজিটাল গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা’ বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর হোটেল ডিএস প্যালেসে আয়োজিত সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রশিক্ষণে তরুণ অংশগ্রহণকারীরা মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ১০, ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত এ প্রশিক্ষণে খুলনা বিভাগের মোট ৩২ জন তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক প্রতিনিধি অংশ নেন। তারা নাগরিক অধিকার, সার্বজনীন মানবাধিকার সনদ, নাগরিক ও রাজনৈতিক অধিকার, সংবিধান এবং ডিজিটাল পরিসরে মতপ্রকাশের নিরাপত্তা বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।
এই কর্মসূচি খুলনা জেলায় বাদাবন সংঘের নেতৃত্বে, মানুষের জন্য ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় সারাদেশে পরিচালিত হচ্ছে প্রশিক্ষণ কর্মসূচি।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বুশরা আফরোজ, রেশমা খাতুন ও তাহমিনা তুলি। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদাবন সংঘের প্রোগ্রাম ম্যানেজার ফারিহা জেসমিন, প্রোগ্রাম অফিসার নৌশিন নাওয়াল চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মনজুরুল আলম এবং প্রজেক্ট অফিসার (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) নুসরাত ফাতিমা।
খুলনা গেজেট/এএজে

