রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলামিন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১২ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর মাস্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈয়দ আলামিন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সৈয়দ হুসাইনের ছেলে। তিনি ঘোষেরচর মাস্টারপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং ফ্রেশ কোম্পানিতে চাকরি করতেন।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আফতাব জিলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে ঘোষেরচর মাস্টারপাড়া এলাকার ভাড়া বাসায় লাইট জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সৈয়দ আলামিন। পরে স্বজনরা তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন