রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলের শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিরাপদ খেলাধুলার মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেছে ‘স্প্রিট’ প্রকল্প।

টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে গতকাল মঙ্গলবার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর সরকারি বিদ্যালয় মাঠে ইউনিয়ন পর্যায়ের এ খেলাধুলার আয়োজন করা হয়।

এই প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরা জেলার প্রায় ২৭০০ জন (১২-২৪ বছর বয়সী) শিশু, কিশোর-কিশোরী ও যুবরা সরাসরি অংশগ্রহণ করছে। তারা নিরাপদ খেলার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত ও স্থানীয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা কমিউনিটিতে ইতিবাচক পরিবর্তন আনছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল। সভায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমেদ আলী শাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মহিলা বিষয়ক অধিদপ্তর সুপারভাইজার জয়দেব দত্ত, উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম হাফিজুল ইসলাম, উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক এসএম রবিউল ইসলাম ও ইউপি সদস্য রোকেয়া খাতুন প্রমূখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন