রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২
সুস্থ হয়েই মরহুম দাদু ভাই, মোত্তর্জাসহ অসুস্থ নেতাদের বাড়িতে গেলেন বিএনপি প্রার্থী মঞ্জু

‘খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উপহার দেব’

গেজেট প্রতিবেদন

খুলনা—২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল ষড়যন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপি নির্বাচনী ট্রেনে উপনীত হয়ে জনগণকে সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে প্রস্তুত। দলের নেতাদের বাসায় সৌজন্য সাক্ষাৎ শুধু আজ নয়, ইতোপুর্বে সকল আন্দোলন—সংগ্রামে ও দু:খ—দুর্দশায় বিএনপি সকল পরিবারের সঙ্গে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকব। দীর্ঘদিন আন্দোলন—সংগ্রাম অতিক্রম করে আমরা আজ একটা জায়গায় এসে পৌঁছেছি। বিগত দিনে এই সব পরিবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করে দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করেছে। ঠিক আজও এমন একটা সময় এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব ইনশাল্লাহ।

সোমবার বেলা ১২টায় খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, সাবেক এমপি ও ভাষাসৈনিক মরহুম এম নূরুল ইসলাম দাদু ভাইয়ের বাসায় বিএনপি’র দলীয় মনোনয়ন পওয়ার পর তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, কেন্দ্রীয় কমিটির সদস্য অসুস্থ শাহরুজ্জামান মোর্তজার বাসায়, ২৪নং ওয়ার্ড বিএনপি নেতা হুমায়ুন কবিরের গুম হওয়া ভাই আবুল কালাম আজাদ বাবুর পরিবার ও ২৬নং ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় সাবেক ছাত্রনেতা অসুস্থ ফয়সাল জামানের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দকে নিয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। সুস্থ হয়েই তিনি নেতাকর্মীদের বাড়িতে যান।

তিনি খুলনাসহ সকল আসনের ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করতে সকলকে একসঙ্গে কাজ করার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, শামসুজ্জামান চঞ্চল, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, বাচ্চু মীর, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, জামাল মোড়ল, মনিরুজ্জামান মনির, আব্দুল্লাহ আল মামুন, ফিরোজ আহমেদ, মিজানুর রহমান মিজান, মুশফিকুর রহমান অভি, সেলিম বড় মিয়া, রাজিবুল আলম বাপ্পি, আশিকুর রহমান, বাবুল হাওলাদার, ইব্রাহিম খলিল, শহিদুল ইসলাম লিটন, আব্দুর রশিদ, শরিফুল ইসলাম, ইমরান হোসেন, ফয়সাল মাহমুদ, জুয়েল রহমান, শফিউদ্দিন আহমেদ,আব্দুস সালাম, আসাদুজ্জামান রিপন, আব্দুল আজিজ ডাবলু, রিফাত হোসেন, সাইফুল ইসলাম, আব্দুল জলিল, সামাদ গাজী, মারুফুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাসুদ গাজী, তামিম হাসান, আলহাজ¦ শফিকুল ইসলাম প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন