খুলনার দাকোপ উপজেলার লাউডোব ও বানিশান্তা ইউনিয়নের সংযোগ বৃদ্ধির জন্যে খালের ওপর সেতু নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২১ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড সেতুটির নির্মাণ কাজ শুরু করে। ৩০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর দুটি পিলার নির্মাণ হয়েছে। বাকি কাজ রেখেই চলে গেছেন ঠিকাদার। এতে প্রায় ৪ বছর ধরে বন্ধ রয়েছে উন্নয়ন প্রকল্পটির কাজ।
প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে দাকোপ উপজেলার বানিশান্তা ও লাউডোব ইউনিয়নের সীমান্তবর্তী লাউডোব খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বানিশান্তা ইউনিয়ন পরিষদ ও বাজার সড়কে ৩০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার সেতুটির নির্মাণ কাজ পায় মেসার্স ইসলাম ব্রাদার্স লিমিটেড। প্রকল্পের ব্যয় ধরা হয় ২ কোটি ৬০ লাখ টাকা। নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ১৯ অক্টোবর। ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করে ২০২১ সালের ২০ এপ্রিল। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ানো হয়। তবে নির্মাণ কাজ শেষ না করেই চলে গেছেন ঠিকাদার।
লাউডোব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিহার ম-ল বলেন, “সেতু নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। দ্রুত কাজটি সম্পন্ন করতে উপজেলা প্রকৌশলীকে অনুরোধ করেছি কিন্তু কাজ হয়নি।”
এ ব্যাপারে দাকোপ উপজেলা প্রকৌশলী এম জাহাঙ্গীর আলম বলেন, “নির্মাণ কাজ শেষ না করায় আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিলের ব্যবস্থা নিয়েছি।”
খুলনা গেজেট/এনএম

