শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

খুলনা বিভাগের ৯ জেলায় নতুন ডিসি

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট ও সাতক্ষীরা প্রতিনিধি

খুলনা বিভাগের ৯ জেলাসহ দেশের অন্যান্য ২৯ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন গতকাল রবিবার সন্ধ্যার পর ও গত শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ আদেশ জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ মোতাবেক খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) একান্ত সচিব স ম জামশেদ খোন্দকারকে। অপরদিকে খুলনার ডিসি মোঃ তৌফিকুর রহমানকে বগুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফেনির স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) গোলাম মোঃ বাতেনকে। তিনি এ জেলার ২৪তম জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন। একই প্রজ্ঞাপনে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানকে নোয়াখালীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

বিসিএস ২৮ ব্যাচের কর্মকর্তা গোলাম মোঃ বাতেন এর আগে ফেনির উপ-পরিচালক (উপসচিব), বিভিন্ন স্থানে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে পাবনার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা আফরোজা আখতারকে। তিনি সাতক্ষীরা জেলার প্রথম নারী ডিসি। এছাড়া সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে।

মাগুরার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদকে, মাগুরার জেলা প্রশাসক ওহিদুল ইসলামকে পদায়ন করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে।

কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মোঃ ইকবাল হোসেনকে। একই সাথে কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জে বদলি করা হয়েছে।

এছাড়া মেহেরপুরের ডিসি মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইলের জেলা প্রশাসক ও নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মাসউদকে ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব লুৎফুন নাহারকে মেহেরপুরের জেলা প্রশাসক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মোহাম্মদ কামাল হোসেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন