রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

পূর্ব রূপসায় পল্টুনে ট্রলারের ধাক্কায় নিখোঁজ ২

নিজস্ব প্রতিবেদক

খুলনার পূর্ব রূপসায় রবিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পন্টুনের সঙ্গে ট্রলারের সংঘর্ষে শেখ মহিদুল হক লিটু (৪০) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় অজ্ঞাত এক নারীও নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ ওই নারীর বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রূপসার তালিমপুর এলাকার মৃত মাহাবুবুর রহমানের ছেলে এবং খুলনার সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা শেখ মহিদুল হক লিটু দাপ্তরিক কাজ শেষে রূপসার তিনবটতলা এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পশ্চিম রূপসা থেকে ট্রলারে উঠে নদী পারাপারের সময় পূর্ব রূপসার ঘাটে ভেড়ার মুহূর্তে ট্রলারটি পন্টুনের সঙ্গে জোরে ধাক্কা খায়। এতে শেখ মহিদুল হক লিটু নদীতে পড়ে নিখোঁজ হন।

নৌ পুলিশ রূপসা স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে আমরা রূপসা ব্রিজ পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েছি, কিন্তু নদীতে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আরও আধাঘণ্টা পর অভিযান সমাপ্ত করা হবে। উদ্ধার অভিযানে নৌ পুলিশের পাশাপাশি স্থানীয় ডুবুরি দল ও কোস্টগার্ড সদস্যরা অংশ নিয়েছেন।

তিনি আরও জানান, রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটলেও নৌ পুলিশকে জানানো হয় রাত ১২টার কিছুক্ষণ আগে। রাতে অধিক মুনাফার আশায় ট্রলারচালকরা নৌকায় অতিরিক্ত যাত্রী তোলেন, যার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ট্রলারচালক পলাতক রয়েছেন ‍।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন