শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

নগরীতে দুর্বৃত্তের গুলিতে কিশোর আহত

নিজস্ব প্রতিবেদক

নগরীতে দুর্বৃত্তদের গুলিতে শান্ত (১৫) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর আড়ংঘাটা থানাধীন লতার মোড় ও লতার ব্রিজের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহত শান্তকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যার পর ঢাকায় নেওয়া হয়েছে।

আহত কিশোর নগরীর রায়েরমহল উত্তরপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল বিশ্বাস মন্টুর ছেলে।

আড়ংঘাটা থানার ওসি তদন্ত প্রদীপ বলেন, ঘটনাটি আমরা শুনেছি। লতার মোড় থেকে লতার ব্রীজ পর্যন্ত সকল বালুকণা চেক করা হয়েছে। কোথাও কোন রক্তের ছাপ পাওয়া যায়নি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়ে শান্তকে সেখানে পাওয়া যায়নি। এমন সংবাদ জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন