Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের অষ্টম আসর !

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে থমকে গেছে সবকিছু। এই মহামারীর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ফলে ঘরবন্দি হয়ে পড়ে দেশের ক্রিকেটররাও। তবে ঘরবন্দী থেকে মুক্ত হয়ে গত কয়েকদিন ধরে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন আগ্রহী ক্রিকেটাররা। আর বিপিএলের অষ্টম আসর আয়োজনে নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বোর্ড।

আসছে ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল সিজন এইট আয়োজনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে গভর্নিং কাউন্সিল। আগস্টে ক্রিকেটার্স ড্রাফট, ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি নবায়নসহ নানা ইস্যুতে আসতে পারে সিদ্ধান্ত।

তবে পরিকল্পনা এগিয়ে রাখলেও আসরের ভবিষ্যত নির্ভর করছে দেশে করোনার প্রভাব বাড়া বা কমার ওপর জানিয়েছেন গভর্নিং কাউন্সিল সদস্য জালাল ইউনুস।

আইপিএলের অনুকরণে, দেশের বাইরে বিপিএল আয়োজনের সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে কাউন্সিলের সভায়।

বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য জালাল ইউনুস বলেন, ‌’বিপিএল আয়োজনের জন্য ডিসেম্বর-জানুয়ারি সিডিউল রাখা হয়েছে। আমরা হোফফুল যে সেপ্টেম্বরের পর থেকে ডেফিনেটলি হয়তো করোনার সিচুয়েশন ইমপ্রুভ করবে। ইমপ্রুভ করলে আমরা ডেফিনেটলি চেষ্টা করবো সময়মতো আয়োজন করতে। এ বিষয়ে ঈদের পরে আমরা বসবো, বসে ঠিক করবো যে আমাদের সামনের দিনগুলো কি হবে ? আলোচনা করা বাকী আছে।

খুলনা গেজেট / এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন