রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

গোপালগঞ্জে অজ্ঞাত রোগে মরছে টমেটো গাছ, দিশেহারা কৃষক

বাদল সাহা, গোপালগঞ্জ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা ঘেরপাড়ে করছেন আগাম জাতের টমেটো চাষ। গাছ ভালো হওয়ায় প্রচুর পরিমাণে এসেছিল ফুল ও ফল। কিন্তু টমেটো একটু বড় হলেই মারা যাচ্ছে টমেটো গাছ। বিভিন্ন কীটনাশক দিয়েও থামাতে পারছেন না গাছ মরে যাওয়া। এতে আর্থিক ক্ষতির মুখে হয়ে পড়েছেন দিশেহারা।

কৃষানী মঞ্জু মন্ডল বলেন, “একটু ভালো দাম পাওয়ার আশায় আগাম জাতের টমেটোর চাষ করেছি। কিন্তু এভাবে যদি গাছ মরে যায় লাভ তো দূরের কথা খরচও উঠবে না। ধার-দেনা হয়ে টমেটোর আবাদ করেছি।

শুধু মঞ্জু মন্ডল নয় এমন অবস্থা গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন ও গোপালপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের। ক্ষতি কমাতে অজ্ঞাত রোগ চিহ্নিত করতে দ্রুত কায্যকারী পদক্ষেপ নিবে কৃষি বিভাগ, এমনটিই দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের।

গত শুক্রবার বিকালে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের টমেটো খেতে গিয়ে দেখা গেছে, ঘেরপাড়ে চাষ করা টমেটো গাছগুলো লম্বা হয়েছে। গাছের শাখা-প্রশাখায় এসেছে ফুল আর ধরেছে টমেটো। গাছে ফুল আর ফল ভালো আসায় লাভের স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু গাছে টমেটো একটু বড় হলেই হঠাৎ করে অজ্ঞাত রোগে মারা যাচ্ছে টমেটো গাছ। এতে আর্থিক ক্ষতি হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।

গুয়াধানা গ্রামের কৃষক হরিচাঁদ মন্ডল বলেন, “এবছর তিন বিঘা ঘেরপাড়ে টমেটোর আবাদ করেছি। গাছে যখনই ফুল ও ফল ধরেছে তার মধ্যে প্রায় ৩০ ভাগ গাছ হঠাৎ করে শুকিয়ে মারা যাচ্ছে। বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেও গাছ মারা যাওয়া ঠেকাতে পারছি না। গাছ যদি এভাবে মরা যায় তাহলে আমাদের লোকসান দিতে হবে।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান জানান, এ বছর গোপালগঞ্জ জেলায় ১২০ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করেছেন কৃষকরা। টমেটো গাছ মারা যাওয়া খবরে সরেজমিনে পরিদর্শন করে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি কর্মকর্তারা। একই জমিতে বারবার একই ফসল করায় এমনটি ঘটতে পারে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন