ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং সাহসী বক্তব্যের মাধ্যমে প্রায়ই তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা।
পরীমণি অনুষ্ঠানে বলেন, আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাতও খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। ‘মেইনটেইন জীবনযাপন’ যাকে বলে খুব ট্রাই করছি।
যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনো কখনো ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সাথেই মিলেই আমার চলতে হয়।
তিনি বলেন, মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি। মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী।

