রবিবার । ১৬ই নভেম্বর, ২০২৫ । ১লা অগ্রহায়ণ, ১৪৩২

সরাইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

গেজেট প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের দক্ষিণ আড়িফাইল ও ফকিরহাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফকিরহাটি গ্রামের মাঠে স্থানীয় শিশু-কিশোররা ফুটবল খেলছিল। খেলার একপর্যায়ে ফকিরহাটি গ্রামের এক কিশোর দক্ষিণ আড়িফাইল গ্রামের তারা মিয়ার ছেলে মামুনকে মারধর করে। বিষয়টি ছড়িয়ে পড়লে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের মধ্যেই উভয়পক্ষ টেঁটা-বল্লম, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ধানক্ষেতে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় যাতে কোনো সংঘর্ষ না ঘটে, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন