শনিবার । ১৫ই নভেম্বর, ২০২৫ । ৩০শে কার্তিক, ১৪৩২

গণতন্ত্র উত্তরণে গণঅভ্যুত্থান ৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

জে. জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভারতীয় আধিপাত্যবাদ ধ্বংস হোক। ঢাকা সেনানিবাসে মুহুর্মুহু স্লোগান সিপাহী জনতার। বন্দী দশা থেকে সিপাহী জনতা, সেনা প্রধান মে. জে. জিয়াউর রহমান মুক্ত করে। ঢাকার রাজপথে ট্যাঙ্কের ওপর সেনা সদস্যদের নাচ ও গগন বিদারী স্লোগান। এ খবর এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকার দেশে দেশে ছড়িয়ে পড়ে। দিনটি ৭ নভেম্বর, ১৯৭৫ সাল। বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য প্রেক্ষাপট, স্মরণীয় অধ্যায়। সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে একই স্লোগান তোলে। এমন দৃশ্যপট বিরল।

২ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। রাজনীতির মেঘে ছিল দুর্যোগের ঘনঘটা। দেশ প্রেমিক সেনাবাহিনী ভারতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত করতে বন্দী জিয়ার শৃঙ্খল খুলে বীরের মর্যাদায় আসীন করেন। গণতন্ত্রমনা মানুষদের কাছে এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। একদলীয় কর্তৃত্ববাদী শাসন, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, জুলুম, নির্যাতন আর দুর্নীতির মতো বিষয়গুলো ৫ দশকের দূরত্ব থাকলেও একই রকম ছিলো, যা দু’ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করে। ব্রিটিশ সাংবাদিক জোনাথন ডিম্বলবি, যখন দেশজুড়ে চলা দুর্ভিক্ষের চিত্রধারণ করছিলেন, তখন এভাবেই তার কাছে খাবারের জন্য আকুতি করছিলেন ক্ষুধার্ত মানুষেরা। এই দুর্ভিক্ষের পরের বছরই দেশে একদলীয় শাসনব্যবস্থা; বাকশাল প্রবর্তন করা হয়। বন্ধ করে দেওয়া হয় পত্রিকাগুলো, নিষিদ্ধ করা হয় সকল রাজনৈতিক দল।

এ উপলক্ষ্যে বিএনপি জাতীয় দৈনিকগুলোতে ক্রোড়পত্র প্রকাশ করে। দলের শীর্ষ নেতারা বাণী দিয়েছেন। তুলে ধরেছেন শহীদ জিয়ার দেশপ্রেমের প্রেক্ষাপট, খাল খনন ও ১৯ দফা কর্মসূচি। আজকের প্রজন্মের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছে। স্বৈরশাসনের কবলে জাতির নিষ্পেষণের বিবরণ ও বর্ণনা ক্রোড়পত্রে স্থান পেয়েছে।

৭২-৭৫ মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল। ৭৫ এ শেখ মুজিবুর রহমান সপরিবারে খুন হন। বেশি হয়েছে বা কম হয়েছে সেটা গুরুত্বপূর্ণ না। কথা হচ্ছে ওটা একটা বহিঃপ্রকাশ। এরপর আসলো ৩ নভেম্বর খালেদ মোশাররফের ক্যু প্রচেষ্টা। কিছুটা সফল ছিল, কয়েকদিন এমন ছিল। তারপর ৭ নভেম্বরে, এখন তো ছাত্র-জনতা তখন ছিল সিপাহী জনতা, তাদের একটা অভ্যুত্থান। ওইটা দিয়ে একটা পরিবর্তন আসলো মানুষ সেটা স্বাগত জানায়। ২০২৪ সালে ও গণতন্ত্র মুক্তির অনুরূপ এক অভ্যুত্থান। ১৫ বছরের দুঃসহ একটা শাসন। কিন্তু দুটোই কিন্তু যেমন ৭৫ এর ঘটনা ক্ষোভের বহিঃপ্রকাশ ২৪ সালের টাও ক্ষোভের বহিঃপ্রকাশ।

সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা ৭৫ এর ৭ নভেম্বর এবং ২৪ এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানে গণমানুষের প্রতিবাদের ছবিকে অনেকটা একই রঙে আঁকতে চেয়েছেন। এ উপলক্ষ্যে বিএনপি, জাগপা ও জাসদ বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন