সোমবার । ১লা ডিসেম্বর, ২০২৫ । ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২

৪৪তম বিসিএস : বিভিন্ন ক্যাডারে মনোনয়ন পেলেন ১৬৮১ প্রার্থী

গেজেট প্রতিবেদন

৪৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৮১ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা–২০১৪-এর বিধি ১৭ অনুযায়ী এ মনোনয়ন দেওয়া হয়েছে।

৪৪তম বিসিএসের ফল গত ৩০ জুন প্রকাশ করা হয়েছিল। তবে ওই ফলে সাময়িকভাবে মনোনয়নপ্রাপ্ত কিছু প্রার্থীর মধ্যে ৩০৩ জন লিখিত ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিম্ন কোনো পদে যোগদান করবেন না।

বিপিএসসি জানায়, বিধি অনুযায়ী এসব প্রার্থীর মধ্যে ২৬০ জনের মনোনয়ন থেকে বিরত থাকা হয়েছে। তবে কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একইসঙ্গে উদ্ভূত শূন্যপদে মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া পদের মেধাতালিকায় যোগ্য প্রার্থী না থাকায় ২৬০টি পদ শূন্য থেকে গেলেও নতুন ২৫৭ জন প্রার্থী সাময়িক মনোনয়ন পেয়েছেন বলে কমিশন জানিয়েছে।

অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর—১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিপিএসসি আরও জানায়, সংশোধিত বিধি ১৭(৩)-এর ক্ষমতাবলে ৪৪তম বিসিএস পরীক্ষার প্রস্তুতকৃত মেধাক্রম এবং প্রচলিত কোটা বিধান অনুসরণ করে সম্পূরক ফল প্রস্তুত করা হয়েছে। এতে ১,৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে মোট ১,৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিস্তারিত ফল বিপিএসসির ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন