বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

এককভাবে নির্বাচনের প্রস্তুতি, তবে রাজনৈতিক-আদর্শিক জোট হতে পারে : নাহিদ

গেজেট প্রতিবেদন

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে রাজনৈতিক বা আদর্শিক অবস্থান থেকে জোট হতে পারে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য।’

নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘সমঝোতা বা জোটের বিষয়টি রাজনৈতিক বা আদর্শিক অবস্থান থেকে হতে পারে-যদি সেই রকম কোনো সম্ভাবনা তৈরি হয়।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো রয়েছে, কোনো দল যদি সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটে যাওয়ার বিষয়ে বিবেচনা করবো।’

তিনি বলেন, ‘আমরা এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবো।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন