বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

খুলনা আর্মি ইউনিভার্সিটিতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯: ভোক্তার ক্ষমতায়ন ” বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি সায়েন্স এন্ড টেকনোলজি, খুলনায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯: ভোক্তার ক্ষমতায়ন’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১১ টায় নগরীর খানজাহান আলী থানাধীন খুলনা-যশোর-মহাসড়কের শিরোমণি নূরজাহান টাওয়ারে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল নিজাম উদ্দিন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষজ্ঞ হিসেবে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সেলিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক দিনারা জামান।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মেজর (অবঃ) আহসানুল হাসান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রভাষক শিয়াব হোসেনসহ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা।

সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারার বিস্তারিত বর্ণনা করেন এবং সবাইকে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন থাকতে আহ্বান জানান।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন