খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে আরও ৪৮ ঘণ্টা আগে। ধানের শীষ প্রতীকের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে দুই মেরুতে থাকা খুলনা মহানগর বিএনপির সাবেক ও বর্তমান নেতাদের মাঝে চলা অভিমানের বরফ এখনও গলেনি। এখনও যোগাযোগ হয়নি খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনা ও সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে। আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি পৃথকভাবে পালন করতে যাচ্ছে নগর বিএনপির বিবাদমান দুই পক্ষ।
দলীয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর খুলনা মহানগর বিএনপির কমিটি বিলুপ্তির পর থেকে পাল্টাপাল্টি অবস্থান নিয়ে রয়েছেন মহানগর বিএনপির দুই পক্ষ। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন শফিকুল আলম মনা ও শফিকুল আলম তুহিন। অন্য পক্ষে রয়েছেন নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগর ও থানা বিএনপির সাবেক নেতাকর্মীরা। গত ৩ বছর ধরে কেন্দ্রীয় ও দিবসভিত্তিক কর্মসূচি পৃথকভাবে পালন করছেন তারা।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হওয়ার দৌড়ে ছিলেন খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। সব জল্পনার অবসান ঘটিয়ে নজরুল ইসলাম মঞ্জুর হাতেই ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই থেকে উচ্ছ্বাস বিরাজ করছে মঞ্জু শিবিরে। সেই তুলনায় দারুণ হতাশ মহানগর বিএনপির বর্তমান নেতারা। এর মধ্যে গত ১৪ মাস ধরে বিএনপির যে সব নেতা চাঁদাবাজি ও লুটপাটের মতো বিতর্কিত কর্মকান্ডে জড়িত ছিলেন-তারা কিছুটা আতংকিত হয়ে পড়েছেন। তবে এ বিষয়ে তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
খুলনা মহানগর বিএনপির বর্তমান সভাপতি শফিকুল আলম মনা খুলনা গেজেটকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন-সেটাই আমাদের সিদ্ধান্ত। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করবো। প্রার্থীর সঙ্গে যোগাযোগ হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি তাকে ফোন দেইনি। তিনিও আমাকে কোনো ফোন দেননি।
খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে এখনও নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
খুলনা গেজেটকে তিনি বলেন, শারীরিকভাবে এখনও অনেক অসুস্থবোধ করায় সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বাইরেও বের হতে পারছি না। বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল খুলনায় আসলে সবাইকে নিয়ে একসঙ্গে বসার কথা রয়েছে। শারীরিক সুস্থতার ওপর অনেককিছু নির্ভর করছে।
খুলনা গেজেট/এনএম

