মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি ঘোষিত প্রার্থীতা বাতিলের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন সমর্থিত নেতাকর্মীরা। সোমবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের বিভিন্ন সড়ক ঘুরে মিছিল করেন তারা। পরে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনের নাম ঘোষণা করেন। নাম ঘোষণার পর রাত সাড়ে ৮টার দিকে রাজপথে নেমে আসেন মিল্টনপন্থি নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, মামলা, হামলা, নিপীড়নসহ নানা প্রতিকূল অবস্থায়ও জাভেদ মাসুদ মিল্টন নেতাকর্মীদের পাশে থেকেছেন। অথচ মাঠে অনুপস্থিত একজনকে হঠাৎ মনোনয়ন দেওয়া হয়েছে।
এ কারণে তারা মনোনয়ন পরিবর্তনের দাবি তুলছেন। মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবেন।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
