গোপালগঞ্জে পূর্ব শক্রতার জেরে খাবারের সাথে বিষ প্রয়োগ করে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ৪টি গরু অসুস্থ হয়ে পড়েছে। এ হত্যা শুধু পশুর নয়, মানবতারও পরাজয়। এতে দুই কৃষক পরিবারের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ঘটনা জানার পর জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। কিভাবে গরুগুলো মারা গেছে সেগুলোর নমুনা সংগ্রহ করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। আর তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
এমন অমানবিক ঘটনাটি ঘটেছে শনিবার (১ নভেম্বর) দিবাগত রাতে গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।
সরেজমিনে গিয়ে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও তার ছোট ভাই হাসিব গাজী। কৃষি কাজ করে সংসার চালান এই দুই ভাই। তারা খামার করে কয়েকটি গরু লালন পালন করেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির আত্মীয় ছুটে এসে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাই মো. রাসুল গাজী ও তার ছোট ভাই হাসিব গাজীকে। সে সময় দ্রুত স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। তবে সকাল হওয়ার আগেই গর্ভবতী দুই গাইসহ তিনটি গরু মারা যায়। একই গোয়ালঘরে থাকা আরও একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে দুটি ষাঁড় গরু এখনো অসুস্থ। দ্রুত স্থানীয় এক ডাক্তারকে এনে চিকিৎসা দিলেও গরু তিনটিকে বাঁচানো যায়নি। অপর অসুস্থ ৪টি গরুকে চিকিৎসা দিলেও মারা যাওয়ার শংকায় রয়েছে এখনো।
এ ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। মানুষের সাথে শত্রুতা থাকলেও এভাবে গরুগুলো হত্যা করা ঠিক হয়নি। তাই দোষীদের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই তাদের গরুগুলোকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি। তার দুই ভাইয়ের আরও ৪টি গরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তাদের।
অপর ক্ষতিগ্রস্থ কৃষক হাসিব গাজী জানান, কারো সাথে আমাদের শত্রুতা থাকতেই পারে। কিন্তু এই অবলা পশুগুলো কার কি ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এলাকাবাসী মো: ইমদাদ শেখ বলেন, শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজীর গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করে পাষন্ডরা। এ দৃশ্য দেখার মত নয়। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়।
অপর এলাকাবাসী মো: নিজাম মোল্যা জানান, মানুষে মানুষে দ্বন্দ্ব থাকতে পারে, রেশারেশি থাকতে পারে। এই অবলা পশু কার কি ক্ষতি করেছে। যারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পয়জনজনিত কারণেই গরুগুলো মারা গেছে। মৃত গরুগুলোর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেও জানান তিনি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে বিষয়টি তদন্ত শুরু করি। মারা যাওয়া গরুগুলোর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম

