Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

যুক্তরাষ্ট্রের আদেশে ক্ষুব্ধ চীন

আন্তর্জাতিক ডেস্ক

বেইজিংয়ের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার জের ধরে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের চীনা কনস্যুলেট শুক্রবারের মধ্যে বন্ধের আদেশ দিয়েছে মার্কিন প্রশাসন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, আমেরিকার মেধাস্বত্ব রক্ষার জন্য এ আদেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বলেন, এটি চরম আপত্তিজনক ও ন্যায়বিচারহীন। এনিয়ে পাল্টা ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। এর আগে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি কনস্যুলেটের চত্বরে কিছু নথি পুড়িয়ে ফেলছে। এরপরই ট্রাম্প প্রশাসন এ আদেশ দেয়।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলেছে, চীন করোনাভাইরাস টিকা গবেষণায় হ্যাকিং করার চেষ্টা করেছে। দুজন চীনা নাগরিককে এই হ্যাকিংয়ে জড়িত থাকার জন্য অভিযুক্ত করা হয়েছে। সূত্র : ডিবিসি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন