মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর কৃষকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নিখোঁজের ১২ দিন পর প্রদীপ বিশ্বাস (৪৫) নামে এক কৃষকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার শুরগ্রাম ডালিম ভিটা বিলে কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রদীপ বিশ্বাস সদর উপজেলার শুরগ্রামের জগদীশ বিশ্বাসের ছেলে।

এসআই ইমানুল হোসেন জানান, কালিপূজার আগের দিন রাতে প্রদীপ বিশ্বাস বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। আজ দুপুরে স্থানীয়রা বিলে কচুরিপানার মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন