মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ার ৩ ভবনে শুক্রবার (১ নভেম্বর) সকালে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভবনের শীর্ষ তলা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
মালয়েশিয়ার সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, ভবনের ওপরের তলার একটি রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা খুব কম সময়ের মধ্যে আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন।
ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশন কমান্ডার মোহদ হাফিজান হাসান জানান, স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে কর্তৃপক্ষ আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ভবনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা, যেমন- ফায়ার হোস ও ওয়েট রাইজার সিস্টেম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, আগুন সকাল ৭টা ৪ মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ৪৫ মিনিটের মধ্যে পুরোপুরি নিভিয়ে ফেলা হয়। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ভবনের ৫৭তম তলার রেস্টুরেন্টটি আপাতত বন্ধ রাখা হয়েছে এবং আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে। ৬০ তলা বিশিষ্ট পেট্রোনাস টাওয়ার ৩, মেনারা ক্যারিগালি নামেও পরিচিত। সেখানে অফিস, খুচরা বিক্রয় কেন্দ্র এবং খাদ্য ও পানীয়ের দোকান রয়েছে।
সূত্র: স্ট্রেইট টাইমস
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
