২০১৪ সালে সড়ক দুর্ঘটনায় ডান হাত হারান পল্লোল কুমার দাশ। তারপরও জীবন সংগ্রামে হার মানেননি সে। টিউশন করার টাকা জমিয়ে কাঁচামালের ব্যবসায় নেমেছেন। কারো কাছে হাত না পেতে সৎভাবে জীবন-জীবিকার প্রত্যয় তার। ২০০৯ সালে লেখাপড়ার জন্য যশোর থেকে পাড়ি দেন খুলনায়। চোখে ছিলো পৃথিবী জয়ের স্বপ্ন। বুকে ছিলো দীর্ঘশ্বাস। আশা ছিলো লেখাপড়া শেষ করে চাকরিতে যোগদান করে দেশ ও দশের সেবা করা। তবে চাকুরির বয়স শেষ হয়ে যাওয়া সব স্বপ্ন ধুলায় মিশে গেছে। ভ্যানগাড়ির ছোট কাঁচামালের ব্যাবসা এখন তার একমাত্র আয়ের উৎস।
আযমখান সরকারি কমার্স কলেজে ২০০৯-১০ সেশনে ম্যানেজমেন্ট বিভাগে ভর্তি হয়ে কৃতিত্ত্বের সাথে অনার্স সম্পন্ন করেন। সরকারি মাইকেল মধুসূদন কলেজ থেকে ২০১৫-১৬ সেশনে মাস্টার্স সম্পন্ন করেন। এদিকে লেখাপড়ার ইতি টানার আগেই সড়ক দুর্ঘটনায় কেড়ে নেয় তার একটি হাত। তারপরও মাস্টার্স শেষ করে চাকুরির জন্য ছুটেছেন বিভিন্ন স্থানে। সকল চেষ্টা ব্যর্থ হয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে নগরীর সাতরাস্তা মোড়ের দোলখোলা রোডে একটি ভ্যানে কাঁচামালের ব্যাবসা শুরু করেন। এক হাত দিয়েই করেন সকল প্রকার লেনদেন। খরিদ্দারদের চাহিদা মোতাবেক বিভিন্ন পণ্য ওজন পরিমাপ করতে বেশ সমস্যা পোহাতে হয় তার। এত কিছুর পরও মনোবল হারাননি পল্লোল।
তিনি বলেন, “চাকরির পরীক্ষা অনেক দিয়েছি, ভালোও হয়েছে। তবে চূড়ান্তভাবে উত্তীর্ণ হতে পারিনি। পারিবারিকভাবে আর্থিক অনটনে ভুগেছি। হাতের পিছনে বেশ অর্থ ব্যয় হয়েছে।”
হতভাগ্য পল্লোলের বাড়ি যশোর জেলার কেশবপুর থানার মাওয়াভাঙ্গা গ্রামে। বাড়িতে আছেন মা-বাবা। দু’বোন বিবাহিত। ২০০৭ সালে গর্ভধারিণী মা পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা করে বলে জানান তিনি। বর্তমানে তিনি নগরীর দোলখোলা বাজারের শীতলাবাড়িতে ভাড়া থাকেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, “একটি সুপরিকল্পিত পরিকল্পনা রয়েছে। তবে সেটি এখন প্রকাশ করছি না। সব প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে যেতে চাই। কারো কাছে সাহায্যের জন্য হাত পাতি না। আমি সবার আশীর্বাদ চাই।”
পল্লোল জানান, “প্রতিদিন দু’তিন হাজার টাকা কেনা-বেচা হয়। মাসিক হিসেব করলে দেখা যায় ১০ থেকে ১২ হাজার টাকা লাভ হয়। কারো কাছে হাত পাততে হয় না। প্রতিদিন কিছু টাকা জমিয়ে রাখি। চেষ্টা করি কাস্টমারদের মন জয় করার। তবে এ কাজ করতে যেয়ে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা পোহাতে হয়। তারপরও ভাগ্যের কাছে সবকিছু মেনে নিয়ে জীবন পার করছি।”
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
