মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

জামালপুরে নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

গেজেট প্রতিবেদন

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও ২ শিশু।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঝিনাই নদীতে গোসল করতে যায় মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলী এলাকার পাঁচ শিশু। দীর্ঘ সময় অতিক্রম হলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করে।

মারা যাওয়া শিশুরা হলো চরভাটিয়ানি মধ্যপাড়া গ্রামের দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১০), একই গ্রামের আবু হোসেন (৮) ও বাউশি গ্রামের নূর ইসলামের মেয়ে ছায়েবা আক্তার (৮)। এ ঘটনায় আরও ২ শিশু নিখোঁজ থাকার কথা জানিয়েছে ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন