জীবনের শেষ প্রান্তে এসে প্রতিদিনের মতো ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বেরিয়েছিলেন বৃদ্ধ সোহরাব। কিন্তু সেই যাত্রা ছিল তার জীবনের শেষ যাত্রা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে হলো বয়োবৃদ্ধ ভিক্ষুক মো. সোহরাব আলী সরদার (৭০)-কে।
শুক্রবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে পাইকগাছা পৌরসভার কালীবাড়ি এলাকায় ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। নিহত সোহরাব আলী সরদার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম সোবহান আলী শেখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ভিক্ষা করছিলেন সোহরাব আলী। ঠিক সে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই তিনি রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে লুটিয়ে পড়েন।
স্থানীয় যুবক আলিমুল মানবিক দায়িত্ববোধ থেকে আহত অবস্থায় তাকে দ্রুত পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। দুপুর আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মাথার পিছনে ফেটে রক্তাক্ত হয়।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু লোকটিকে বাঁচাতে পারিনি।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে যায়।
এদিকে অসহায় এ বৃদ্ধের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এক মুঠো ভাতের আশায় পথে বের হওয়া মানুষটির জীবন থেমে গেল ব্যস্ত রাজপথে নির্জীব দুপুরে।
খুলনা গেজেট/এমআর
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
