মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

সেমি ফাইনালে বড় রান করেও ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে অজি ভক্তদের জন্য দুঃসংবাদ দিলেন আলিসা হিলি। এটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ। অর্থাৎ পরবর্তী বিশ্বকাপের আগেই ওয়ানডে থেকে অবসর নিচ্ছেন তিনি।

এবার ফাইনাল খেলতে না পারলে আগের ১২ আসরে সর্বোচ্চ ৭ বার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে দুটি বিশ্বকাপ জয়ে অবদান রেখেছেন হিলি। ২০১৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলে ছিলেন হিলি। গত বিশ্বকাপ জয়ে তিনিই নেতৃত্ব দিয়েছেন অস্ট্রেলিয়াকে। এখনও অস্ট্রেলিয়া দলের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিলি। এবারের আসরেও সেঞ্চুরি আছে তার। আছেন দুর্দান্ত ফর্মেও। তারপরও বয়স আর ফিটনেস বিবেচনায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার।

হিলি বলেন, ‘আমি সেখানে (পরের বিশ্বকাপ) থাকব না। বলেই দিচ্ছি। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে আবার।’

‘আজকে রাতের ভুল থেকে আমরা শিখব। আমরা গড়ে উঠব, আরও ভালো হয়ে উঠব। দলের তরুণদের জন্য আরও ভালো সুযোগ পাওয়ার যে হাতছানি, অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য সেটি রোমাঞ্চকর।’-যোগ করেন তিনি।

সেমিতে হারের দায় নিজের কাঁধে নিয়ে হিলি বলেন, ‘ফিরে তাকালে মনে হবে, দায় আমাদের নিজেদেরই। সম্ভবত প্রথমবার মনে হচ্ছে, আমরা এমনটি করেছি। ব্যাট হাতে ভালোভাবে শেষ করতে পারিনি, বোলিং ভালো করিনি এবং মাঠে অতগুলো সুযোগ হাতছাড়া করেছি। তার পরও অবশ্য শেষের আগের ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়েছি। সেখান থেকে (ইতিবাচক) কিছু নিতে পারি। তবে শেষ পর্যন্ত আমরা পারিনি।’

‘যথেষ্ট সুযোগ আমরা তৈরি করেছিলাম, চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। আমার নিজেরও দায় আছে… এই ব্যাপারগুলিতেই তো অস্ট্রেলিয়া গর্ব খুঁজে নেয়। এখানেই আজকে আমরা নিজেদের ডুবিয়েছি। এজন্যই এই হার বেশি হতাশার। এখান থেকে আমরা শিখব। আরও সমৃদ্ধ হব এবং আমাদের ওয়ানডে ক্রিকেট আশা করি আরও উন্নতি করবে।’-যোগ করেন তিনি।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন