খুলনা বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশনে বক্তারা বলেন, “অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি শ্রমজীবী জনগোষ্ঠী। অথচ দেশে শ্রমশোষণ, বেকারত্ব ও আয়ের সংকট প্রকট আকার ধারণ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে রাষ্ট্রীয় পাটকল, সুগার মিল ও বস্ত্রকল। দুর্নীতি ও ভুলনীতির দায় শ্রমিকের ওপর চাপিয়ে তাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। মাত্র ১২শ’ কোটি টাকায় পাটকল আধুনিকায়ন সম্ভব ছিল। কিন্তু পাঁচ হাজার কোটি টাকা ব্যয় করে শ্রমিক ছাঁটাই ও উৎপাদন বন্ধ করা হয়েছে। এখন আবার মিলগুলো লিজ বা টেন্ডারে দেওয়া হচ্ছে যা শ্রমিকবিরোধী সিদ্ধান্ত।” বন্ধ ঘোষিত পাটকলসমূহের টেন্ডার ও লিজ প্রক্রিয়া অবিলম্বে স্থগিত না করলে শ্রমিক ধর্মঘটের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে স্কপের উদ্যোগে বক্তারা এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্কপের খুলনা জেলার যুগ্ম আহ্বায়ক মজিবর রহমানের সভাপতিত্বে এবং জনার্দন দত্ত নান্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত কনভেনশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আরও বক্তব্য দেন স্কপের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, আহসান হাবিব বুলবুল, মেজবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।
সভায় স্কপের ৯ দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সকল শ্রমিকের আইনি স্বীকৃতি ও ডাটাবেজ, স্থায়ী শ্রমিক কমিশন গঠন ও সম্মানজনক জাতীয় মজুরি, সামাজিক সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ, বন্ধ কারখানা পুনরায় চালু, আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক শোষণ বন্ধ ও ট্রেড ইউনিয়নের পূর্ণ স্বাধীনতা।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
