রাজধানী প্রেসক্লাব এলাকায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে পুলিশে সঙ্গে সংঘর্ষে প্রায় অর্ধশত মাদরাসা শিক্ষক আহত হয়েছেন। বুধবার (২৯অক্টোবর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেলে আহত কয়েকজন শিক্ষক জনান, তারা ১৭ দিন যাবৎ প্রেসক্লাবের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ ঘোষনার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। আজ দুপুরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে দিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ সদস্যরা তাদের উপড় সাউন্ড গ্রেনেড, জলকামান, ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক আহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, প্রেসক্লাব এলাকা থেকে প্রায় অর্ধশত শিক্ষক আহত হয়ে হাসপাতালে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বলেন, দুপরের দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রেসক্লাবের পাশে সচিবালয়ের ব্যরিগেট ভেঙ্গে ভিতরে ঢুকার চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদের সাথে ধস্তাধস্তি হয়। পরে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
