বিএনপি নেতারা বলেছেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। সাধারণ মানুষ আজ ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভুগছে। রাতের শহরে আতঙ্ক, আর দিনের বেলায় অজানা শঙ্কা এখন খুলনার বাস্তব চিত্র।
গতকাল মঙ্গলবার বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বিএনপি নেতারা এ কথা বলেন। বিবৃতিতে সাম্প্রতিক সময়ে খুলনা নগরীতে খুন, হত্যাচেষ্টা, ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে খুলনা মহানগর বিএনপি।
বিএনপি নেতৃবৃন্দ বলেন, খুলনা নগরীর জননিরাপত্তা আজ ভয়াবহ হুমকির মুখে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। দিনের পর দিন নগরীর বিভিন্ন এলাকায় খুন, ছিনতাই, চুরি, মাদক ও সন্ত্রাসের ঘটনা ঘটছে তবুও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। নাগরিক নিরাপত্তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর উদাসীনতায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ভয়াবহ আকার ধারণ করেছে।
খুলনা মহানগর বিএনপি নেতারা আরও বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকা-ে বিশ্বাসী। কিন্তু খুন-ছিনতাই, গুম, চাঁদাবাজি ও মাদকচক্রের বিস্তার নগরীর সামাজিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। এই পরিস্থিতিতে দলটি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রশাসনের আন্তরিকতা, দায়িত্বশীল ভূমিকা ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। বিএনপি মনে করে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এখন খুলনার আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হওয়া উচিত। বিবৃতিতে নগরীর সর্বস্তরের নাগরিকদের ঐক্যবদ্ধভাবে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ। খবর বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
