ব্রাজিলের রিও দে জেনেইরোতে সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ অভিযানে অন্তত ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন পুলিশ সদস্যও রয়েছেন বলে মঙ্গলবার (২৮ অক্টোবর) রিও দে জেনেইরো রাজ্য সরকার এই তথ্য জানিয়েছে। কয়েক দিনের মধ্যেই দেশটির ওই শহরে কপ৩০ বৈশ্বিক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রিওর গভর্নর ক্লাউদিও কাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেছেন, আমরা মাদক-সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। তিনি বলেন, অ্যালেমাও ও পেনহা বস্তি এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ২ হাজার ৫০০ নিরাপত্তাকর্মী অংশ নিয়েছেন। শহরের শেষ প্রান্তে দরিদ্র ও ঘনবসতিপূর্ণ অঞ্চলে ওই দুটি এলাকা অবস্থিত।
কর্তৃপক্ষ বলেছে, নিহত ১৮ জনের সঙ্গে মাদকপাচার চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
আগামী সপ্তাহে রিও দে জেনেইরোতে বিশ্বের বিভিন্ন দেশের মেয়রদের সম্মেলন সি৪০ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সেখানে প্রিন্স উইলিয়ামের উদ্যোগে আয়োজিত আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এতে পপ তারকা কাইলি মিনোগ ও চারবারের ফর্মুলা–ওয়ান চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান ভেটেলসহ অনেক খ্যাতনামা অতিথি উপস্থিত থাকবেন।
উত্তর ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের কপ৩০ জলবায়ু সম্মেলনের পূর্বধাপ হিসেবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনের আগে এই ধরনের ব্যাপক পুলিশ অভিযান নতুন নয়।
এর আগে, ২০১৪ সালের বিশ্বকাপ, ২০১৬ সালের অলিম্পিক, ২০২৪ সালের জি২০ শীর্ষ সম্মেলন এবং চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের আগেও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।
রিও দে জেনেইরোর রাজ্য সরকার বলেছে, কমান্ডো ভারমেলহো নামের অপরাধচক্রকে লক্ষ্য করে মঙ্গলবার শহরে সবচেয়ে বড় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অন্তত ৫৬ জনকে গ্রেপ্তার ও ২৫০টি গ্রেপ্তার ও তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয়েছে।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এএজে
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
