মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে মো: জসিম শেখ (২৩) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২ জন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হেলপার মো: জসিম শেখ বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাঁড়িয়াল গ্রামের সাহাবুর শেখের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৯১৮)। এসময় একই পাশ দিয়ে আসা দ্রুতগামী অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৮৪৬৫) দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটির পিছনে সাজোড়ে ধাক্কা মারে। এতে ট্রাকের হেলপার জসিম মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি আটক করে ও মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন