মঙ্গলবার । ৪ঠা নভেম্বর, ২০২৫ । ১৯শে কার্তিক, ১৪৩২

খুলনার ছয় আসনেই থাকবে ভিপি নুরের গণঅধিকার

কাজী মোতাহার রহমান

স্বৈরশাসনের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ না নিয়ে ত্রয়োদশের আলোচনায় এসেছে ভিপি নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। জুলাই আগস্টের আন্দোলন, আওয়ামী লীগ, জাপাসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে সো”চার হওয়ায় দলটি তরুণদের নজরে এসেছে। খুলনা জেলা ব্যাপি প্যানা ও বিক্ষোভ মিছিল করায় সাংগঠনিক তৎপরতা বেশ মজবুত হয়েছে। এ ইমেজকে কাজে লাগিয়ে জেলায় ৬টি আসনে প্রার্থী দেওয়ার মনস্থির করেছে দলটি।

২০১৮ সালের কোটা সংস্কার বিরোধী আন্দোলনের ইমেজ নিয়ে নূরুল হক নূর ডাকসুর ভিপি নির্বাচিত হন। সরকার বিরোধী বক্তব্য দেওয়ায় এ তরুণ আলোচনায় আসে। পরবর্তীতে নির্দিষ্ট আদর্শ ও দর্শন নিয়ে তার নেতৃত্বে আত্মপ্রকাশ করে গণঅধিকার পরিষদ। শুরুতেই দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া তার সাথে ছিলেন। এখন এ দলে তিনি নেই। খুলনায় তার অনুসারীরা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের অভিমত, জুলাই-আগস্টের আন্দোলনে খুলনা নগরীর শিববাড়ী ও জিরো পয়েন্টে তারা সক্রিয় ছিল। বৈষম্যবিরোধী আন্দোলনের একটি অংশ তাদের সাথে সম্পৃক্ত হয়। তাদের তৎপরতায় জেলা ব্যাপি সংগঠনের বিকাশ ঘটেছে। দলীয় আদর্শ তুলে ধরতে তারা এখানকার নির্বাচনে অংশ নিচ্ছে। স্বৈরশাসকের সহযোগী হিসেবে জাপাকে চিহ্নিত করে ডাকবাংলাস্থ কার্যালয়ে কয়েক দফা হামলা এবং এ দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে। এ দাবিতে নগরীতে তারা মিছিলও করেছে।

শান্তিধাম মোড়স্থ পঞ্চবিথি ক্রীড়া চক্রে দলীয় অবস্থান নিয়ে নেতিবাচক আলোচনায় আসে। গণমাধ্যমে শিরোনাম হয়। মামলাও হয়েছে। শেষাবধি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গণপূর্ত বিভাগ প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। একটি নোটিশও দিয়েছে সেখানে। আপাতত কোন ঝুঁকি নেই এ ভবনে। বিরোধ ছিল পঞ্চবিথি ক্রীড়া চক্রের সাথে।

দলের সূত্র জানান, ত্রয়োদশের নির্বাচনে প্রার্থী তালিকায় প্রাথমিকভাবে নাম এসেছে খুলনা- ১ আসনে জাহিদুর রহমান, খুলনা- ২ আসনে রাশেদুল ইসলাম (এসকে রাশেদ), খুলনা- ৩ আসনে মোঃ জনি, খুলনা- ৪ আসেন সোহেল চৌধুরী, খুলনা- ৫ আসনে সুপ্রিম কোর্টের দুদকের আইনজীবী মোঃ খালিদ হোসেন ও খুলনা- ৬ আসনে জেলা সভাপতি বেলাল হোসেন।

নির্বাচনী তৎপরতা সম্পর্কে জেলা সম্পাদক রাশেদের দেওয়া তথ্য, তারা প্রচারে অনেক দূর এগিয়েছে। বিশেষ করে রূপসা, কয়রা, দিঘলিয়া ও নগরীর কয়েকটি স্থানে সাংগঠনিক তৎপরতা রয়েছে। তাদের বিশ্বাস প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে নূরুল হক নূরের আহ্বানে সচেতন ভোটাররা সাড়া দেবে। অনুরূপ অভিমত জেলা সভাপতি বেলাল হোসেনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন