খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। হলের অব্যবহৃত খোলা জায়গায় শুরু হয়েছে বিভিন্ন প্রজাতির সবজি চাষ।
হল প্রভোস্ট অধ্যাপক সায়দা রেহানার উদ্যোগে শসা, উন্নত জাতের মিষ্টি কুমড়া, পুঁইশাক এবং পেঁপে সহ নানা ধরনের সবজির চাষ করা হয়েছে।
এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক সায়দা রেহানা বলেন, “আমাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই পুষ্টিহীনতায় ভোগে। তাই তাদের কথা বিবেচনায় নিয়েই এই কাজ করা হয়েছে। শিক্ষার্থীরা যেকোনো সময় তাদের প্রয়োজনীয় সবজি এখান থেকে নিতে পারবে। যেসব শিক্ষার্থী রান্না করে, তাঁদের জন্যও এটি বিশেষভাবে উপকারী হবে।”
বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা প্রভোস্টের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, “ম্যাম আমাদের হলের যে ফ্রি স্পেস নিয়ে সবজি চাষ করছেন তা সত্যিই উপকারী। আমরা প্রয়োজন মতো এখান থেকে টাটকা সবজি নিতে পারি। এছাড়া এই সবজি আমাদের ডাইনিং-এও সরবরাহ করা হয়।”
এদিকে, সবজি চাষের এই উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের দাবি, একটি খেলার মাঠের বিষয়েও উপাচার্যের কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানান তারা।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, “আমরা সব সময় আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার দিকে সচেতন। হল প্রভোস্টের এই উদ্যোগ আমার ভালো লেগেছে। আমি নিজেও আমার বাংলোর সবজি, মুরগি, ডিম, কোয়েল পাখি আমার ছেলেমেয়েদের জন্য পাঠাই। এছাড়া তারা দীর্ঘ সময় ঘরে থাকে। তারা আমাকে একটি খেলার মাঠের বিষয়ে জানিয়েছিল। আমি অতিদ্রুত তাঁদের জন্য একটি খেলার মাঠের ব্যবস্থা করব।”
এছাড়াও, উপাচার্য শীতের শুরুতে মেয়েদের হলের ভেতরে যেন একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা যায়, সে বিষয়ে হল প্রভোস্টকে অনুরোধ করেছেন।
এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সবজি গ্রহণ ও পুষ্টি সচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়কর্তৃপক্ষ।
খুলনা গেজেট/এনএম
								
    
        
        
        
        
        
        
        
        
        
        
        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
